13709

04/20/2024 শত নাগরিক রাজশাহীর শোক

শত নাগরিক রাজশাহীর শোক

নিজস্ব প্রতিবেদক

১৩ এপ্রিল ২০২৩ ০১:১৭

জাতির অবিভাবক তুল্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, দেশের প্রবীণ বুদ্ধিজীবী, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. জাফরুল্লাহ চৌধুরীর এর ইন্তিকালে গভীর শোক জানিয়েছেন রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শত নাগরিক রাজশাহীর আহবায়ক প্রফেসর ড.আব্দুর রহমান সিদ্দীকী এবং সদস্য সচিব প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়েছে, দেশপ্রেমের অনন্য নজীর স্থাপন করেছন এ মনীষী। এদেশের স্বাস্থ্য খাতকে অনেক উঁচুতে নিয়ে গেছেন তিনি।

জাতীয় সংকটকালে অকপটে সত্য বলে তিনি অবিভাবকের মতো ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়। জাতির বর্তমান সংকটকালে তাঁর মতো একজন দেশপ্রেমিক, প্রজ্ঞাবান ব্যক্তিত্বের বড়ই প্রয়োজন ছিল। তাঁর অবদান জাতি কৃতজ্ঞভরে স্মরণ করবে। দেশ ও দেশের জনগণের পক্ষে কথা বলায় এধরণের একজন মনীষীকেও বর্তমান কর্তৃত্ববাদী সরকার মাছ চুরির মতো মামলায় জড়িয়ে হয়রানী করেছিল! যা গোটা জাতির জন্য লজ্জাকর ছিল।

বিবৃতিতে শত নাগরিক রাজশাহী শাখার নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর রূহের মাগফিরাত কামনা করেন। বিবৃতিতে স্বাক্ষরকারী অন্যান্যদের মধ্যে রয়েছেন, প্রফেসর এম রফিকুল ইসলাম, এডভোকেট আবুল কাসেম, প্রফেসর মামনূনুল কেরামত, প্রফেসর কে.এ.এম.শাহাদাৎ হোসেন মন্ডল, প্রফেসর মো. শামসুল আলম সরকার, ডা. ওয়াসিম হোসেন, প্রফেসর ড. ময়েজুল ইসলাম, প্রফেসর ড. মোহা. এনামুল হক, মাহবুব সিদ্দিকী, রেজাউল করিম রাজু, এডভোকেট পারভেজ টি.জাহেদী, প্রফেসর ড. সাইফুল ইসলাম ফারুকী, প্রফেসর ড. মোস্তফা কামাল আকন্দ, প্রফেসর ড. দিল আরা হোসেন, অধ্যক্ষ রফিকুল ইসলাম, প্রফেসর ড. আমিনুল হক, ডা. মোফাখখারুল ইসলাম, প্রফেসর ড. আব্দুল আলিম, প্রফেসর ড.শামসুজ্জোহা এছামী, এডভোকেট জমসেদ আলী, প্রফেসর ড. মোহাম্মদ আলী প্রমূখ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]