13837

05/12/2025 ৭১-এর গণহত্যার স্বীকৃতি দিল আইএজিএস

৭১-এর গণহত্যার স্বীকৃতি দিল আইএজিএস

রাজটাইমস ডেস্ক

২৫ এপ্রিল ২০২৩ ১৮:৩৭

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যার স্বীকৃতি দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ জেনোসাইড স্কলারস—আইএজিএস।

সোমবার (২৪ এপ্রিল) রাতে এক বিবৃতিতে তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, আইএজিএস-এ ‘রেজুলেশন টু ডিক্লেয়ার ক্রাইমস কমিটেড ডিউরিং দ্যা নাইন্টিন সেভেন্টি ওয়ান বাংলাদেশ লিবারেশন ওয়ার জেনোসাইড, ক্রাইমস এগেইন্সড হিউম্যানিটি অ্যান্ড ওয়ার ক্রাইমস’ শীর্ষক একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যার সময় সংঘটিত নৃশংসতা সংক্রান্ত আইএজিএস রেজুলেশন আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। মহান যুদ্ধের সময় গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য বাংলাদেশ সরকার ক্রমাগত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সুতরাং, গৃহীত রেজুলেশন বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে যথাযথ স্বীকৃতি পাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ সরকার আগামী দিনে ১৯৭১ সালের বাংলাদেশের গণহত্যার আরো বেশি করে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার জন্য তার নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

আইএজিএস ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত একটি বৈশ্বিক আন্তঃবিভাগীয়, নির্দলীয় সংস্থা। যেটি গণহত্যার প্রকৃতি, কারণ এবং পরিণতি সম্পর্কে গবেষণা করে। এছাড়া গণহত্যা প্রতিরোধে নীতিগত অধ্যয়ন অগ্রসর করা নিয়ে কাজ করে ।

বিশ্বের বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি দেওয়ার জন্য আইএজিএস এখন পর্যন্ত বেশ কিছু আনুষ্ঠানিক রেজুলেশন গৃহীত হয়েছে। সংস্থাটি দ্বিবার্ষিক সম্মেলন করে এবং ‘জেনোসাইড স্টাডিজ অ্যান্ড প্রিভেনশন’ নামে জার্নালসহ প্রকাশ করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]