13861

05/18/2024 যুক্তরাষ্ট্রগামী তেল ট্যাঙ্কার আটক করেছে ইরান

যুক্তরাষ্ট্রগামী তেল ট্যাঙ্কার আটক করেছে ইরান

রাজ টাইমস ডেস্ক :

২৮ এপ্রিল ২০২৩ ১৬:৪৬

ইরানের সেনাবাহিনী ওমান উপসাগর থেকে একটি তেল ট্যাঙ্কার আটক করার দাবি করেছে। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী ট্যাঙ্কারটি ইরানের একটি নৌকাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার পর সেটিকে আটক করা হয় বলে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে। ট্যাঙ্কারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিল।

ইরানি রাষ্ট্রীয় মিডিয়া জানায়, ট্যাঙ্কারটির ধাক্কায় ইরানি নৌকার বেশ কয়েকজন আহত হয় এবং দুজন এখনো নিখোঁজ রয়েছে।

এর আগে মার্কিন নৌবাহিনী জানায়, ওমান উপসাগরের আন্তর্জাতিক পানিসীমা থেকে একটি ট্যাঙ্কার জব্দ করেছে ইরানি বাহিনী।

স্যাটেলাইন ট্র্যাকিং তথ্যে দেখা যায়, বৃহস্পতিবার বিকেলে ট্যাঙ্কারটি ওমানের রাজধানী মাস্কটের ঠিক উত্তরে ওমান উপসাগরে অবস্থান করছিল।

ট্যাঙ্কারটি কুয়েত থেকে যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের হিউস্টোনের দিকে যাচ্ছিল।

যে স্থানে ট্যাঙ্কারটি আটক করা হয়, সেখান দিয়ে বিশ্বের সাগরবাহী তেলের অন্তত এক তৃতীয়াংশ পাড়ি দেয়।

যুক্তরাষ্ট্র অবিলম্বে ট্যাঙ্কারটি ছেড়ে দিতে বলেছে। বাহরাইনভিত্তিক যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহর এক বিবৃতিতে জানায়, ‌'ইরান অব্যাহতভাবে আঞ্চলিক পানিসীমার মধ্যে চলাচলকারী নৌযানগুলোকে হয়রানি করছে।'

উপসাগরের স্পর্শকাতর পানিসীমার মধ্যে সাম্প্রতিক সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েক দফা বিরোধ ঘটেছে।

সূত্র : আল জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]