13901

05/14/2025 মেট্রোরেলে ঢিল, মামলার প্রস্তুতি চলছে

মেট্রোরেলে ঢিল, মামলার প্রস্তুতি চলছে

রাজ টাইমস ডেস্ক :

২ মে ২০২৩ ০০:০৭

মেট্রোরেলের জানালায় ঢিল ছোঁড়ার ঘটনা ঘটেছে। রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থানে এই ঘটনা ঘটে। এতে ট্রেনের একটি কোচের জানালার কাচ ভেঙে গেছে।

মেট্রোরেলের একটি কোচ আগারগাঁও থেকে উত্তরা উত্তর স্টেশনে যাওয়ার পথে গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্তকে খুঁজে বের করে শাস্তি দিতে এরইমধ্যে থানায় অভিযোগ করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। তবে অভিযুক্তকে শনাক্ত করা যায়নি। তারা বাড়িছাড়া বলে জানিয়েছে ডিএমটিসিএল।

আজ সোমবার ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, একটি চক্র তৈরি হয়েছে, যারা মেট্রোরেলে ঢিল ছোঁড়ে। এমন ঘটনা কিন্তু প্রায়ই ঘটছে। আমরাও দুষ্কৃতকারীদের খুঁজছি, তারা সবাই বাড়িছাড়া। তাদের আমরা এমন শাস্তি দেবো ভবিষ্যতে যেন মেট্রোরেলে কেউ এমন ঘটনা ঘটাতে না পারে।

উল্লেখ্য, গতকাল রোববার আগারগাঁও থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেলের একটি কোচ কাজীপাড়া ও শেওড়াপাড়ার মধ্যবর্তী স্থালে পৌঁছালে দুষ্কৃতকারীদের ঢিল ট্রেনের একটি কোচের জানালায় আঘাত হানে। ঘটনাস্থলের পাশে বহুতল ভবন রয়েছে। কোনো দুর্বৃত্ত পূর্বপাশের কোনো ভবন বা ছাদ থেকে ঢিল ছুঁড়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]