13950

04/20/2024 রাজশাহীতে সোয়া ২ লাখ টাকাসহ ৯ জুয়াড়ী গ্রেপ্তার

রাজশাহীতে সোয়া ২ লাখ টাকাসহ ৯ জুয়াড়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৬ মে ২০২৩ ০০:০১

রাজশাহীতে এক জুয়ার আসরে অভিযান চালিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) অর্থসহ ৯ জুয়াড়িকে গ্রেপ্তার করে।

শুক্রবার র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট রিয়াজ শাহরিয়ারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৪ মে) দিনগত গভীর রাতে নগরীর রাজপাড়া থানার হরসুয়া পশ্চিমপাড়া আলীর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। ওই জুয়ার আসর থেকে নগদ ২ লাখ ১৮ হাজার ৯৯০ টাকা, ১৪ সেট তাস, ৩টি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন, ১৭টি সিম কার্ড, ৭টি মেমোরি কার্ড ও একটি বেড সিট উদ্ধার করা হয়।

গ্রেফতার জুয়াড়িরা হলেন, নগরীর রাজপাড়া থানার নিমতলা মোড়ের দেহেজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (৩২), বহরমপুর ব্যাংক কলোনীর মৃত সোলেমান শেখের ছেলে শাহিন আলী ওরফে মিঠু (৪০), সিপাইপাড়ার মৃত কাজী মিজানুর রহমানের ছেলে তরুন (৪৫), লক্ষীপুর প্যারামেডিকেলপাড়ার মৃত আক্তারুজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩১), লক্ষীপুরের মৃত আবুল হোসেন খানের ছেলে সাইদুল ইসলাম (৪৮), কাটাখালী থানার হরিয়ান চিনিকল এলাকার মৃত শ্রী পতিরাজের ছেলে শ্রী রুপলাল (৪৫), চরখানপুর পশ্চিম পাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে সম্রাট (৩৫), চন্দ্রিমা থানার শালবাগান আসাম কলোনীর জামাল উদ্দিনের ছেলে সোহেল রানা (৩৫) ও কাশিয়াডাঙ্গা থানার কাঁঠালবাড়িয়া এলাকার মৃত আলিমুদ্দিন শেখের ছেলে জয়নাল আবেদীন (৩৫)।

র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, রাজপাড়া থানার হরসুয়া পশ্চিমপাড়া আলীর মোড় এলাকায় কতিপয় ব্যক্তি তাসের মাধ্যমে টাকা দিয়ে জুয়া খেলছে। খবর পেয়ে র‌্যাবের ওই টিম রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌছে জুয়ার আসর দেখতে পেয়ে দ্রুত তাদের ঘেরাও করে। এসময় পালানোর চেষ্টা করলে আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাজপাড়া থানায় আসামির বিরুদ্ধে মামলা দায়েরের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]