13979

05/05/2025 গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর আহত

গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর আহত

ডেস্ক নিউজ

৯ মে ২০২৩ ০০:৫০

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে ওবাইদুল্লাহ (১৪) নামের এক কিশোর গুরুতর আহত হয়েছে। সে ওই গ্রামের গোলাম রসুলের ছেলে। বর্তমানে আহত কিশোর রামেক হাসপাতালের ৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে বলে জান গেছে।

সূত্র মতে, সকাল সাড়ে ১০ টার দিকে ভারতীয় সীমান্তের নিকট ওবাইদুল্লাহ জমির ধান দেখতে ও গরুর জন্য ঘাস কাটতে যায়। এসময় ভারতীয় সীমান্ত না বুঝতে পেরে প্রায় ১০ ফিট ভেতরে ঢুকে পড়ে। এই সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে চলে যেতে বললে কাটা ঘাসগুলো বস্তায় ভরে নিয়ে আসার সময় গুলি করে। এতে করে তার বাম পায়ের কাঁচায় গুলি লেগে গুরুতর আহত হয়। এই বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম স্থানীয় সাংবাদিকদের জানান, গুলিবিদ্ধ হয়ে ওবায়দুল্লাহ নামে একজন আহত হয়েছে। তাকে রামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]