14

04/29/2024 রাজশাহীতে এনজিও’র কিস্তি পরিশোধে বাধ্য করা যাবে না

রাজশাহীতে এনজিও’র কিস্তি পরিশোধে বাধ্য করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

২ জুন ২০২০ ০৬:২২

এনজিও থেকে গৃহীত ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধে কোনও ঋণ গ্রহীতাকে ৩০ জুন পর্যন্ত কিস্তি পরিশোধে বাধ্য করা যাবে না। আজ সোমবার রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়।

চলতি বছরের গত ২৫ মার্চ মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি একটি সার্কুলার জারি করে। এর বিষয় ছিলো- ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ঋণ শ্রেণীকরণ বিষয়ে জারিকৃত সার্কুলার লেটার এর নির্দেশনার বিষয়ে অধিকতর স্পষ্টীকরণ প্রসঙ্গে।

এতে বলা হয়-
শিরোনামোক্ত বিষয়ে অত্র অথরিটির সার্কুলার লেটার নং ৫৩, ২২/০৩/২০২০ এর প্রতি দৃষ্টি আকর্ষন করা যাচ্ছে।
বিরজমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অত্র অথরিটির সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সমূহের ঋণগ্রহীতাগণের ব্যাবসা-বাণিজ্য তথা স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্থ হওয়ার আশংকা দেখা দেয়ার ক্ষতিগ্রস্থ ঋণগ্রহীতাদের সহযোগিতার লক্ষ্যে অত্র অথরিটি কর্তৃক সূত্রেলিখিত সার্কুলার লেটার টি জারি করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]