14048

05/14/2025 যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ঢাকায় আর অতিরিক্ত প্রটোকল সুবিধা পাবেন না

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ঢাকায় আর অতিরিক্ত প্রটোকল সুবিধা পাবেন না

রাজ টাইমস ডেস্ক :

১৬ মে ২০২৩ ০০:৪৮

ঢাকায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এখন থেকে বাড়তি প্রটোকল সুবিধা পাবেন না। গতকাল রোববার (১৪ মে) সরকারি এক সিদ্ধান্তে এমনটাই বলা হয়েছে। ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

খন্দকার গোলাম ফারুক বলেন, ‘এখন থেকে আর কেউ এসকর্ট সুবিধা পাবেন না। সবাইকে এক লেভেলে আনা হয়েছে।’

উল্লেখ্য যে, দীর্ঘদিন থেকে বেশ কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা অতিরিক্ত প্রটোকল সুবিধা সুবিধা পেয়ে আসছিলেন। তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ছাড়া অন্য কোনো দেশের রাষ্ট্রদূত এই সুবিধা পাবেন কি-না তা বিস্তারিত জানা যায়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]