04/29/2025 সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২০ ০১:১৯
রাজশাহীর চারঘাট উপজেলায় মিনি ট্রাক্টরের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মারুফুল ইসলাম মারুফ (৩২)। রাজশাহীর ললিতাহার খড়খড়ি এলাকার শাহীন আলমের পুত্র।
রোববার সকালে উপজেলার মোক্তারপুর ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমিত কুমার কুন্ডু জানান, মিনি ট্রাক্টরের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী মারুফ। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়।পরিবারের কোন অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।