14116

05/11/2025 মেয়র পদ থেকে লিটনের পদত্যাগ!

মেয়র পদ থেকে লিটনের পদত্যাগ!

নিজস্ব প্রতিবেদক

২২ মে ২০২৩ ০৫:৫৮

মেয়র পদ থেকে পদত্যাগ করলেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন।

তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা হেমায়েত আকবর টিপু একটি গণমাধ্যমকে জানান, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পদত্যাগপত্র দুপুরে জমা হয়েছে। তবে তা গৃহীত হওয়ার চিঠি হয়েছে কি না-তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।মেয়রপ্রার্থী লিটনের মিডিয়া উইংয়ের প্রধান ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আহসানুল হক পিনটু গণমাধ্যমকে বলেন, ‘পদত্যাগপত্র হয়েছে। তা গৃহীত হওয়া এখন বেকল সময়ের ব্যাপার। মন্ত্রণালয় পদত্যাগপত্র গ্রহণের চিঠি দিলেই আমাদের প্রার্থী মনোনয়ন ফরম নির্বাচন কমিশনে জমা দেবেন’।

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]