01/18/2025 নগরীতে ফেন্সিডিলসহ যুবক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২৩ ২৩:৪৭
রাজশাহী মহানগরীতে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে আরএমপি’র চন্দ্রিমা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামি মো: মোস্তাক (২৭) রাজশাহী জেলার বাঘা থানার খাগরবাড়িয়া মধ্যপাড়ার মো: আকতার হোসেনের ছেলে। সে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার বাসিন্দা।
২১ মে বিকেল ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রিমা থানা পুলিশ ছোটবনগ্রামে অভিযান পরিচালনা করে আসামি মোস্তাকে তার বাড়ি হতে আটক করে। এসময় আসামির কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায়, সে রাজশাহী মহানগরীর বিভিন্ন স্থানে ফেন্সিডিল বিক্রি করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আরএমপি’র চন্দ্রিমা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।