14174

05/04/2024 রাজশাহীতে চার কবির স্মরণে পরিচয়ের স্মরণসভা অনুষ্ঠিত

রাজশাহীতে চার কবির স্মরণে পরিচয়ের স্মরণসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

২৭ মে ২০২৩ ১৯:২৮

সৃজনশীল মানুষেরা পৃথিবী ছেড়ে চলে গেলেও তাঁদের মৃত্যু নেই। তাঁরা বেঁচে থাকেন তাঁদের কর্মের মাধ্যমে। যার সাহিত্যকর্ম যতো বেশি সমৃদ্ধ, মানুষের হৃদয়ে গেঁথে যাবে, তিনি ততো অমর। কবি সফিউদ্দীন মোল্লা ভাসানী, কবি জি এম হারূন, কবি মুকুল কেশরী এবং কবি মমিনুর রহমান মমিন তাঁদের সাহিত্যকর্মের মাধ্যমেই পাঠকের হৃদয়ে বেঁচে থাকবেন।

গতকাল (২৬ মে ২৩) শুক্রবার পরিচয় সংস্কৃতি সংসদের আয়োজনে চারজন কৃতিমানের স্মরণসভায় বক্তাগণ এ সব কথা বলেন।

পরিচয় প্রাঙ্গণ মিলনায়তনে অনুষ্ঠিত এ স্মরণ সভায় সভাপতি ছিলেন পরিচয়ের অন্যতম উপদেষ্টা কথাসাহিত্যিক দেওয়ান মোহাম্মদ শামসুজ্জামান। পরিচয়ের সাধারণ সম্পাদক ড. সায়ীদ ওয়াকিলের উপস্থাপনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন পরিচয় সংস্কৃতি সংসদের সভাপতি কবি ও গবেষক প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, কবি ও গবেষক ড. ফজলুল হক তুহিন, কবি এরফান আলী এনাফ, কবি অভি মন্ডল, শড়কি সম্পাদক কবি সাবের রাহী, কবি মঞ্জিলা শরীফ, কবি ফারহানা শরমিন জেনী, কবি সরদার মুক্তার আলী, কবি আবদুর রাজ্জাক রিপন, কবি মুকুল কেশরীর কন্যা মৌসুমী কেশরী প্রমুখ।

স্মরণসভার শিরোনাম ছিলো ‘তোমাদের সুকৃতি আমাদের সুপথের স্বপ্নমিনার’। আলোচনায় বক্তাগণ আরো বলেন, স্মরণকৃত চারজন কবিই নিজেদের সাহিত্যকর্মে স্মরণীয় হয়ে থাকবেন। সাহিত্যসেবার ক্ষেত্রে তাঁদের আন্তরিকতা যেমন আমাদের অনুপ্রাণিত করে তেমনি তাঁদের রচনাবলিও আমাদের দিকনির্দেশনা প্রদানে সক্ষম।

মফস্বলের অনালোচিত এই কৃতিমানদের রচনাসমূহ জাতির সামনে উপস্থাপন করা এখন সময়ের দাবী বলেও মন্তব্য করেন তাঁরা। অনুষ্ঠানের কবি, কথাসাহিত্যিক, গবেষকসহ বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]