14236

05/12/2025 দাম বাড়বে, দাম কমবে যেসব পণ্যের

দাম বাড়বে, দাম কমবে যেসব পণ্যের

রাজ টাইমস ডেস্ক :

২ জুন ২০২৩ ০৩:৫৪

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (০১ জুন) দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে তিনি এই বাজেট পেশ করেন।

বাজেটে যেসব পণ্যের দাম বাড়ানো ও কমানোর প্রস্তাব করা হয়েছে—

দাম বাড়বে—

স্যানেটারি সামগ্রী, টুনা-স্যালমন জাতীয় আমদানিকৃত মাছ, আমদানিকৃত মোটরসাইকেল, স্বর্ণের বার, এলপিজি সিলিন্ডার, আমদানিকৃত মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, সিমেন্ট, সিগারেট, খেজুর, কাজু বাদাম, বাইসাইকেলের যন্ত্রাংশ, গ্লাস, মাইক্রোওয়েভ ওভেন, ইলেকট্রিক ওভেন, ব্লেন্ডার, জুসার, রাইস কুকার, প্রেসার কুকার, কম্পিউটার যন্ত্রাংশ, প্রিন্টার, স্ক্যানার, রাউটার, ইয়ার ফোন, পেনড্রাইভ, এসএসডি কার্ড, সিসিটিভি মনিটর, প্রজেক্টর, ডিজিটাল ওয়াচ, সফটওয়্যার, ইলেকট্রিক প্যানেল, প্লাস্টিক টেবিলওয়্যার, অ্যালুমিনিয়ামের বাসনপত্র, সানগ্লাস, রেফ্রিজারেটর, টিস্যু পেপার, বলপয়েন্ট কলম, ই-সিগারেট, লিফট ও এসক্যালেটর, ফেসওয়াশ, টাইটেনিয়াম ডাই-অক্সাইড ও পলিপ্রপাইলিং ফিল্ম।

দাম কমবে—

ডায়পার, ম্যালেরিয়া, যক্ষ্মা নিয়ন্ত্রণ ‍ওষুধ, মিষ্টি, বিস্কুট, কনটেইনার, ক্যানসারের ওষুধ, হট রোল, কোল্ড রোল, উড়োজাহাজের ইঞ্জিন, টার্বো ইঞ্জিন, ১৫ আসনের কম মাইক্রোবাস, কেক, হোমমেড বিস্কুট, অপটিক্যাল ফাইবার ক্যাবল, কৃষি যন্ত্রপাতি, উড়োজাহাজের যন্ত্রাংশ ও স্যানিটারি ন্যাপকিন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]