14338

05/05/2025 কোরবানির জন্য প্রস্তুত প্রায় ১ কোটি ২৫ লাখ পশু

কোরবানির জন্য প্রস্তুত প্রায় ১ কোটি ২৫ লাখ পশু

রাজ টাইমস ডেস্ক :

১০ জুন ২০২৩ ২৩:৪১

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য প্রায় ১ কোটি ২৫ লাখ গবাদি পশু প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ।

আজ শনিবার (১০ জুন) রাজধানীর সাদিক অ্যাগ্রো খামারে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) নেতাদের সঙ্গে সাক্ষাতকালে এ কথা জানান সচিব।

নাহিদ রশীদ বলেন, আমাদের প্রায় ১ কোটি ২৫ লাখ পশু রয়েছে। আগামী ১৪ তারিখ সংখ্যাটা নির্দিষ্ট করে জানানো যাবে।

সচিব আরো বলেন, এছাড়া খামারিরা আমাদের জানিয়েছেন, পশু আনতে গিয়ে পথেঘাটে নানা ধরনের ভোগান্তি হয় তাদের। এক্ষেত্রে অভিযোগ সেন্টার চালু করা যায় কিনা সে বিষয়ে আমরা আলোচনা করব।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. মো. এমদাদুল হক তালুকদার বলেন, গত বছরের চেয়ে এ বছর বেশি সংখ্যক গবাদি পশু প্রস্তুত রয়েছে। গত বছর প্রায় ১ কোটি পশু কোরবানি হয়েছে। সে অনুযায়ী এ বছর পর্যাপ্ত পশু প্রস্তুত রয়েছে। সংকট হওয়ার সুযোগ নেই। কোরবানি শেষে পশু উদ্বৃত্ত থাকবে বলেও মনে করেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]