14355

05/02/2025 ২০২৩-২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

২০২৩-২০২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

রাজ টাইমস ডেস্ক :

১২ জুন ২০২৩ ০১:৩৬

২০২১-২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। ফাইনালে ভারতকে ২০৯ রানের বড় ব্যবধানে হারিয়ে অজিরা। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ না হতেই ২০২৩-২০২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি প্রকাশ করেছে আইসিসি।

সেই সূচিতে ভারত-পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে টাইগাররা। আইসিসির প্রকাশিত সূচি অনুযায়ী, বাংলাদেশ প্রতিপক্ষে মাটিতে গিয়ে খেলবে ভারত, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। আর ঘরের মাঠে খেলবে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে।

চলতি বছরই টেস্ট চ্যাম্পিয়নশিপের মিশন শুরু করবে বাংলাদেশ। ঘরের মাঠে ২৮ নভেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপর বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে আরও দুই টেস্ট। পরবর্তীত গন্তব্য সেপ্টেম্বরে পাকিস্তান সফর। এরপর নভেম্বর-ডিসেম্বরে টাইগাররা যাবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]