14477

05/11/2025 সিলেট-রাজশাহী সিটিতে ৪০ শতাংশ ভোট পড়তে পারে

সিলেট-রাজশাহী সিটিতে ৪০ শতাংশ ভোট পড়তে পারে

রাজ টাইমস ডেস্ক :

২১ জুন ২০২৩ ১৯:৪৫

রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ৪০ শতাংশ ভোট পড়তে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।

বুধবার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিলতায়নে সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চার ঘণ্টায় ২০ শতাংশ ভোট পড়েছে। নির্ধারিত সময় শেষে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে আমাদের ধারণা। ভোটার শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে। ভোটে কোনো অনিয়ম নেই। বৃষ্টির কারণে কিছুটা উপস্থিতি কমলেও সার্বিকভাবে ভোটার উপস্থিতি অনেক ভালো।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারও কোনো এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ আমাদের কাছে কেউ দেয়নি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]