1451

04/29/2025 পুঠিয়ায় গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

পুঠিয়ায় গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার

রাজটাইমস ডেস্ক

২০ অক্টোবর ২০২০ ২১:২১

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক গরু ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার নওপাড়া গ্রামের একটি আমের বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

উদ্ধারকৃত ব্যক্তি উপজেলার ভালুকগাছী ইউনিয়নের নওপাড়া গ্রামের গরু ব্যবসায়ী ওইর বক্স (৫০) বলে জানা গেছে।

উদ্ধারের পর নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুই পায়ের রগ কেটে তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ওইর বক্স সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বাড়ী থেকে বের হয়ে যায়। এরপর আর বাড়ীতে ফেরেনি। সকালে ওইর এর বাড়ীর পার্শ্বেই আজি প্রামানিকের আম বাগানে তার লাশ দেখেতে পায় স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেয়।

তাকে শ্বাসরোধ করে হত্যা করার প্রাথমিক ধারনা করে ওসি রেজাউল ইসলাম বলেন, লাশটির দুই পায়ের রগ কাটার চিহ্ন রয়েছে।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]