04/29/2025 এমসি কলেজে গণধর্ষণ: প্রতিবেদন দাখিল তদন্ত কমিটির
রাজটাইমস ডেস্ক
২০ অক্টোবর ২০২০ ২৩:১০
সিলেটের এমসি কলেজে নববধূকে গণধর্ষণের ঘটনায় আদালতের গঠন করে দেয়া তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদনটি দাখিল করা হয়।
আগামী ১ নভেম্বর মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য্য করা হয়েছে।
এই সময় আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও এ ধর্ষণের ঘটনার প্রকাশিত খবর-প্রতিবেদন নজরে আনা আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন ভার্চুয়াল কোর্টে যুক্ত ছিলেন।
প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর স্বামীর সাথে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। এ ধর্ষণের ঘটনার প্রকাশিত খবর-প্রতিবেদন নজরে এনে সুপ্রিমকোর্টের আইনজীবী মোহাম্মদ মিসবাহ উদ্দিন প্রয়োজনীয় আদেশের আরজি জানান। পরে গত ২৯ সেপ্টেম্বর উচ্চ আদালত এ ঘটনা তদন্তে কমিটি গঠন করে দেয়। খবর-যুগান্তর