1458

05/06/2024 ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভিসার নিশ্চয়তা চায় পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভিসার নিশ্চয়তা চায় পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর ২০২০ ০০:৪২

ভারত-পাকিস্তানের চির বৈরিতা থেকে মুক্ত নয় দেশ দুটির ক্রিকেট অঙ্গনও। বৈরীতার প্রভাব পড়ে ক্রিকেট জগতেও। দীর্ঘদিন ধরেই ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে। আইসিসির ইভেন্ট ছাড়া উভয় দলের দেখা সাক্ষাত হচ্ছে না।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী বছর একই সময়ে (নভেম্বর-ডিসেম্বরে) অষ্ট্রেলিয়ায় না হয়ে ভারতে হবে। ২০২২ সালে একই সময়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে অস্ট্রেলিয়ায়।

এদিকে দুদেশের মধ্যে চলমান বৈরী মনোভাবে আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ খেলার জন্য ভিসা পাওয়ার শঙ্কায় আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। প্রতিবেশী দুই দেশের রাজনৈতিক সম্পর্ক খারাপ হওয়ায় ভারতের ভিসা জটিলতায় পিসিবি। সেই শঙ্কা থেকেই আগামী জানুয়ারির আগেই ভারতের ভিসার নিশ্চয়তা চায় পাকিস্তান। 

আইসিসির কাছে ভিসার নিশ্চয়তা চেয়েছেন বলে পিটিআইকে জানান পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান। তিনি বলেছেন, বিশ্বকাপ খেলতে ভারতের ভিসার জন্য ‌আমরা আইসিসির নিশ্চয়তা চেয়েছি। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে এ নিয়ে আলোচনা করবে আইসিসি। কারণ ভিসার নিশ্চয়তা ভারত সরকারই দেবে।

তবে আশার বাণীই শুনিয়েছেন বিসিসিআইয়ের এক কর্তা। তিনি এশিয়ান নিউজকে বলেছেন, ভারত সরকার গত বছর আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে একটি চিঠিতে পরিষ্কার জানিয়ে দিয়েছে; বিদেশি কোনও খেলোয়াড় যদি ক্রীড়া ইভেন্টে অংশ নেয়ার জন্য ভিসা চায় তাহলে তা প্রত্যাখ্যান করা হবে না। খবর-যুগান্তর

  • এসএইচ
     

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]