1460

04/29/2025  দু’পায়ের রগ কেটে কৃষককে হত্যা

 দু’পায়ের রগ কেটে কৃষককে হত্যা

মাজেদুর রহমান, পুঠিয়া

২১ অক্টোবর ২০২০ ০৩:১০

রাজশাহীর পুঠিয়ায় ওহির বক্স (৪০) নামের এক কৃষকে  দু’পায়ের রগ কেটে কৃষককে হত্যা করেছে দুর্বিত্তরা।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নয়াপাড়া বাজার সংলগ্ন ধান ক্ষেত  থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত ওহির বক্স নয়াপাড়া গ্রামের আহাদ আলীর ছেলে।

পুঠিয়া থানা পুলিশ জানায়, ওহির বক্স গত সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফেরেননি। পরেরদিন সকালে বাড়ি থেকে ২০০ গজ দুরে একটি ধান ক্ষেতের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]