1461

04/29/2025 পেট্রল পাম্পে হামলা, ছাত্রলীগ নেতাসহ আটক ৩

পেট্রল পাম্পে হামলা, ছাত্রলীগ নেতাসহ আটক ৩

রাজটাইমস ডেক্স

২১ অক্টোবর ২০২০ ১৪:১৮

টাকা ছাড়া পেট্রল না দেওয়ায় দোকানে হামলার অভিযোগে পটুয়াখালীর কলাপাড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরের সদর রোড এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় পুলিশ তাঁদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল জব্দ করে। আটক অপর দুজন হলেন রাকিবুল ও ইউনুছ।

পুলিশ জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুয়েল রানা দলবল নিয়ে পৌর শহরের সদর রোড এলাকায় আবদুস ছালাম বিশ্বাসের পেট্রলের দোকানে যান। তাঁরা জোর করে তাঁদের মোটরসাইকেলে পেট্রল ভরে চলে যেতে চান। এ সময় দোকান মালিক টাকা চাওয়ায় ক্ষিপ্ত হন তাঁরা। একপর্যায়ে জুয়েল রানা ও তার সঙ্গীরা দোকানে হামলা চালিয়ে পেট্রল ফেলে দেন এবং দোকানের ক্যাশ থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুয়েল রানাসহ তিনজনকে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য সঙ্গীরা পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চারটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে যায়।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় দোকান মালিক আবদুস ছালাম বিশ্বাস বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

এমএস ইসলাম

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]