14628

05/19/2024 চট্টগ্রামে সেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে লড়াই

চট্টগ্রামে সেই আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে লড়াই

রাজ টাইমস ডেস্ক :

৫ জুলাই ২০২৩ ১৪:১০

কয়েক দিন আগে এই আফগানিস্তানকেই একমাত্র টেস্টে নাস্তানাবুদ করেছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে একমাত্র টেস্টটিতে বাংলাদেশ জিতেছিল রেকর্ড গড়ে। সেই আফগানিস্তানের বিপক্ষেই আজ আবার ওয়ানডের লড়াইয়ে নামছে বাংলাদেশ। তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

প্রতিপক্ষ হিসেবে নামটা আফগানিস্তানই। তবে টেস্টের সেই আফগানিস্তান দল আর আজ ওয়ানডে লড়াইয়ে মুখোমুখি হতে যাওয়া আফগানিস্তান দল এক নয়। বরং টেস্টের আফগান দলের সঙ্গে ওয়ানডের আফগান দলের মধ্যে পার্থক্য আকাশ-পাতাল। টেস্টের আফগান দল ছিল তারুণ্যনির্ভর অনভিজ্ঞ এক দল। বিপরীতে আজ ওয়ানডেতে আফগানিস্তান মাঠে নামছে পূর্ণ শক্তির দল নিয়ে।

দলটির সবচেয়ে বড় তারকা রশিদ খান ওয়ানডে দলে ফিরেছেন। ফিরেছেন দলটির আরেক তারকা স্পিনার মুজিব-উর রহমান। টেস্ট থেকে অবসর নেওয়া অলরাউন্ডার মোহাম্মদ নবিও আছেন ওয়ানডে দলে।

এই তিন জনের সমন্বয়ে আফগানদের স্পিন আক্রমণটা যে যথেষ্টই শক্তিশালী, সেটা পুরো ক্রিকেট দুনিয়া জানে। জানে বাংলাদেশও। তাছাড়া শুধু তো এরাই নন। পেস বোলিং আক্রমণে ফিরেছেন দুই অভিজ্ঞ ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই। ব্যাটিং অর্ডারে যোগ দিচ্ছেন আক্রমণাত্মক ব্যাটসম্যান রহমতউল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জারদান। রহমতউল্লাহ গুরবাজ তো বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডেতে করেছিলেন সেঞ্চুরি।

২০২২ সালের ২৮ ফেব্রুয়ারি এই চট্টগ্রামেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ১১০ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলে আফগানিস্তানকে জিতিয়েছিলেন ৭ উইকেটে।

গত বছরের ঐ সিরিজে বল হাতে ফজলহক ফারুকিও বাংলাদেশি ব্যাটসম্যানদের জন্য ভয়ংকর রূপে ধরা দিয়েছিলেন। আর রশিদ খান কী করতে পারেন, সেটা তো সবাই জানে। সুতরাং আজ তামিম ইকবালরা মুখোমুখি হচ্ছেন পূর্ণ শক্তির আফগানিস্তানের। তবে শুধু আফগানিস্তান দলেই নয়, বাংলাদেশ দলেও ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। চোট শঙ্কার কারণে একমাত্র টেস্টে না খেলা সাকিবের প্রত্যাবর্তন নিশ্চিতভাবেই বাংলাদেশ দলের জন্য বড় প্রাপ্তি, ব্যাটিং-বোলিংয়ে বাড়তি নির্ভরতা।

রশিদ, নবি, মুজিব, রহমতউল্লাহ গুরবাজ, ফজলহক ফারুকিদের প্রত্যাবর্তনে আফগানরা ওয়ানডেতে পূর্ণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ছে ঠিক; তবে তাতে বাংলাদেশ ভিত নয়। বরং পূর্ণ শক্তির আফগানদের হারিয়ে পরিসংখ্যানের পাতায় আফগানদের ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই নামছে বাংলাদেশ।

এমনিতে ওয়ানডেতে দুই দলের আগের ১১ সাক্ষাতে বাংলাদেশই এগিয়ে। বাংলাদেশ জিতেছে ৭ বার, আফগানরা জয় নিয়ে মাঠ ছেড়েছে ৪ বার। তবে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে এ পর্যন্ত ২২টি ম্যাচ খেলেছে দুই দল। তাতে জয়-পরাজয় সমানে সমান। বাংলাদেশ জয় নিয়ে মাঠ ছেড়েছে ১১ বার। আফগানিস্তানও জিতেছে ১১ বার। ফলে আজ প্রথম ম্যাচে যারাই জিতবে, পরিসংখ্যানের পাতায় এগিয়ে যাবে তারাই। এগিয়ে যেতে পারবে সিরিজেও।

দুই দল সর্বশেষ ওয়ানডে সিরিজটা খেলেছে এই চট্টগ্রামেই। ২০২২ সালে তিন ম্যাচের সেই সিরিজটা বাংলাদেশ জিতেছিল ২-১ ব্যবধানে। প্রথম দুই ম্যাচে বাংলাদেশ জয়ের পর তৃতীয় ম্যাচটা জিতেছিল আফগানিস্তান, রহমতউল্লাহ গুরবাজের ব্যাটে চড়ে। বছর পেরিয়ে চট্টগ্রামের সেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই আবার ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে দুই দল। বাংলাদেশ অধিনায়ক তামিম চাইছেন গত সিরিজের মতোই জয় দিয়ে শুরু করতে। ওদিকে আফগানিস্তান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি ঘোষণা দিয়েছেন, ওয়ানডে সিরিজ জয়ের। বাংলাদেশ অধিনায়ক তামিম পুরোপুরি ফিট নন। তারপরও তিনি আজকের ম্যাচে খেলবেন।

তামিম খেললেও বাংলাদেশের বোলিং আক্রমণটা কেমন হবে, সেটা এখনো স্পষ্ট নয়। তামিম তিন ধরনের পেস বোলিং আক্রমণের আভাস দিয়েছেন। টেস্টে দারুণ বোলিং করা তাসকিন ও এবাদত তো আছেনই, আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ বোলিং করা হাসান মাহমুদও পুরোপুরি প্রস্তুত। আছেন মোস্তাফিজ, শরিফুলও। পাঁচ পেসারের মধ্যে কে কে একাদশে সুযোগ পাবেন, একাদশে তিন পেসার থাকবে নাকি দুই পেসার, তা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে একাদশ যেভাবেই গড়ুক, লক্ষ্য থাকতে একটাই—ম্যাচ জিতে সিরিজ এবং পরিসংখ্যানে এগিয়ে যাওয়া।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]