05/02/2025 পাওয়ার প্লেতেই ৩ উইকেট নেই বাংলাদেশের
রাজ টাইমস ডেস্ক :
৯ জুলাই ২০২৩ ০১:৫৮
দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ। ভেঙে গেছে টপ অর্ডার। পাওয়ার প্লেতেই নেই ৩ উইকেট। ফিরেছেন লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও নাইম শেখ। ১০ ওভার শেষে দলের সংগ্রহ ২৮/৩।
আগের ম্যাচে যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই যেন শুরু আজ। উদ্বোধনী জুটিতে পরিবর্তন আসলেও বদলায়নি ভাগ্য, ফারুকীর বিপরীতে দাঁড়াতেই পারছে না কেউ।
৩৩২ রানের রেকর্ড রান তাড়ায় উদ্বোধনী জুটি থেকেই গড়ে দিতে হতো ভালো একটা ভিত্তি। তবে তা আর হলো না। প্রথমে ফজলে হক ফারুকির বলে নাবিকে ক্যাচ দিয়ে ফেরেন লিটন, পরে শান্ত ফেরেন মুজিবের বলে স্ট্যাম্প ভেঙে। নাইমের স্ট্যাম্প ভাঙেন ফারুকী।
লিটন ১৫ বলে ১৩ ও শান্ত করেন ৫ বলে ১ রান। নাইম শেখের ব্যাটে আসে ২১ বলে ৯ রান। এখন মাঠে আছেন সাকিব আল হাসান ও তাওহীদ হৃদয়।