04/29/2025 দেশে ফিরেছেন ২৯০০৩ হাজি, মারা গেছেন ৯১ জন
রাজ টাইমস ডেস্ক :
৯ জুলাই ২০২৩ ১৮:০৫
চলতি বছর পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এ পর্যন্ত দেশে ফিরেছেন ২৯ হাজার ৪ জন হাজি। আর মারা গেছেন ৯১ জন।
রোববার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এই তথ্য জানানো হয়।
এ বছর বাংলাদেশ থেকে মোট এক লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গিয়েছিলেন হজ করতে। গত ২৭ জুন হজ শেষে এ পর্যন্ত ২৯ হাজার ৪ জন দেশে ফিরেছেন।
আর চলতি বছর হজে গিয়ে ৯১ জন বাংলাদেশী হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৯ জন পুরুষ, ২২ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৭৫ জন, মদিনায় পাঁচজন, মিনায় সাতজন, আরাফায় দু’জন, জেদ্দায় একজন ও মুজদালিফায় একজন মারা গেছেন।