05/02/2025 আফগানিস্তানের টপ অর্ডার ভেঙে দিলো বাংলাদেশ
রাজ টাইমস ডেস্ক :
১১ জুলাই ২০২৩ ২১:১৩
আরো একবার মুশফিকুর রহিমকে ক্যাচ অনুশীলন করালো আফগানিস্তান। ছয় ওভারে তিন-তিনবার। প্রথমে দুবার শরিফুল ইসলাম নেপথ্যের কারণ হলেও এবার তাসকিন আহমেদ। ১৪ রানে ৩ উইকেট নেই আফগানিস্তানের।
আগের ম্যাচে উদ্বোধনী জুটিতে ২৫৬ রান তুলেছিল আফগানিস্তান। আজো ভয় ছিল, গুরবাজ-ইবরাহীম জুটিতে এমন কিছু হবে না তো। সেই সুযোগও দেননি শরিফুল। মাত্র তৃতীয় ওভারেই ভাঙেন উদ্বোধনী জুটি।
অফ স্টাম্পের বাইরে ফাঁদেই ফেললেন ইব্রাহিম জাদরানকে। আগের ম্যাচের সেঞ্চুরিয়া খোঁচা দেন বলে, যা সরাসরি চলে যায় উইকেটের পেছনে মুশফিকুর রহিমের গ্লাভসে। ৩ রানেই ভাঙে আফগানিস্তানের উদ্বোধনী জুটি।
প্রথম উল্লাসের রেশ না কাটতেই দ্বিতীয়বার উল্লাসে মাতান শরিফুল। একই ওভারেই ফেরান তিনে না রহমত শাহকে। ০ রানে ফেরেন এই আফগান ব্যাটার। তিনিও ফেরেন মুশফিকের হাতে ক্যাচ দিয়ে। আর তাতে ৩ রানেই ২ উইকেট হারায় আফগানিস্তান।
এরপর ষষ্ঠ ওভারে তাসকিনের আঘাত। প্রথম চার বল ডট দেয়ার পর পঞ্চম বলে পুল করতে চেয়েছিলেন গুরবাজ। তবে তাসকিনের বাউন্সার ব্যাটে ছোঁয়া লেগে চলে যায় পেছনে, মুশফিকের গ্লাভসে। আগের ম্যাচে ১৪৬ রানের ইনিংস খেলা গুরবার আউট হন ২২ বলে ৬ রান করে।