04/29/2025 পুঠিয়ায় বাস চাপায় প্রাণ গেল ডাব বিক্রেতার
রাজটাইমস ডেস্ক
২১ অক্টোবর ২০২০ ১৮:১৬
রাজশাহীর পুঠিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে এক ব্যবসায়ী।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বেলপুকুর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি রাজশাহীর চারঘাট উপজেলার নিমপাড়া গ্রামের মখসেদ আলীর ছেলে ডাব বিক্রেতা আনারুল ইসলাম (৩৫) বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বুধবার সকালে আনারুল রাজশাহী-ঢাকা মহাসড়ক হয়ে বাইসাইকেলে করে ডাব নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিআরটিসি বাস বাইসাইকেল আরোহী আনারুলকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ডাববিক্রেতার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
ময়নাতদন্তের জন্য নিহতের লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে হয়েছে বলে জানান ওসি আলমগীর হোসেন। এই ঘটনায় বিআরটিসি বাসচালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।