1477

04/29/2025 রাবির ভর্তি বিষয়ে জানা যাবে ২৭ অক্টোবর

রাবির ভর্তি বিষয়ে জানা যাবে ২৭ অক্টোবর

রাজটাইমস ডেস্ক

২২ অক্টোবর ২০২০ ০০:১৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আগামী ২৭ অক্টোবর।

আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিতব্য একাডেমিক কাউন্সিলের মিটিং এ এই বিষয়ে দিক-নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডক্টর আব্দুল আলিম।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চিয়তায় রয়েছে এই বছর এইচএসসি উত্তীর্ণরা।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা সরাসরিই ভর্তি পরীক্ষা নিবে।

ড. আব্দুল আলিম জানান, ‘আগামী ২৭ তারিখে বিশ্ববিদ্যালয়ের একটি একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সেই বিষয়গুলোর মধ্যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত হতে পারে। সেখান থেকেই জানা যাবে কবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আমরা কোন প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেব।’

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]