1493

04/29/2025 সংকটাপন্ন অবস্থায় ব্যারিস্ট্যার রফিক-উল-হক

সংকটাপন্ন অবস্থায় ব্যারিস্ট্যার রফিক-উল-হক

রাজটাইমস ডেস্ক

২২ অক্টোবর ২০২০ ১৮:২৪

সংকটাপন্ন অবস্থায় রয়েছেন দেশের প্রথিতযশা আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তির পর এখনো অবস্থা অপরিবর্তিত বলে জানা গেছে।

বর্তমানেও তার অবস্থা ক্রিটিকাল রয়েছে জানিয়ে আদ-দ্বীন হাসপাতালের মহাপরিচালক ডা. নাহিদ ইয়াসমিন সাংবাদিকদের বলেন, ‘ব্যারিস্টার রফিক-উল হকের অবস্থা ক্রিটিক্যাল। মঙ্গলবার রাত থেকে তার শরীর খারাপের দিকে যায়।

প্রবীণ এই আইনজীবীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানান ডা. নাহিদ। তিনি জানান বর্তমানে তার শরীলে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তাৎক্ষণিকভাবে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়।

প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয় দেশের প্রথিতযশা আইনজীবী এবং আদ-দ্বীন হাসপাতালের চেয়ারম্যান ব্যারিস্টার রফিক-উল হককে। এরপর কিছুটা সুস্থবোধ করলে গত ১৭ অক্টোবর সকালে পল্টনের বাসায় ফিরে যান তিনি।

বাসায় ফেরার পর ফের তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত ১৯ অক্টোবর তাঁর করোনা পরীক্ষা করে রিপোর্ট নেগেটিভ এলেও শারীরিক অবস্থার অবনতি ঘটে।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]