05/10/2025 যাত্রাবাড়ীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের সময় ২ বাসে আগুন
রাজ টাইমস ডেস্ক :
২৯ জুলাই ২০২৩ ২১:১০
রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় বিএনপি নেতাকর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় দু’টি বাসে আগুন দেয়া হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কেউ আহত হয়নি।
পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের জন্য শনিবার রাজধানীর বিভিন্ন প্রবেশপথে জড়ো হলে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
বেলা ১১টার দিকে ঢাকার শনির আখড়া, উত্তরা, মাতুয়াইল ও গাবতলী এলাকায় বিরোধী দলীয় নেতাকর্মীরা অবস্থান নিলে সংঘর্ষের খবর পাওয়া যায়।
সূত্র : ইউএনবি