1504

04/29/2025 ২০ কোটি গ্রাহক অর্জনের লক্ষ্যমাত্রা নেটফ্লিক্সের

২০ কোটি গ্রাহক অর্জনের লক্ষ্যমাত্রা নেটফ্লিক্সের

রাজটাইমস ডেস্ক

২৩ অক্টোবর ২০২০ ০১:৪০

নিজেদের সর্বশেষ প্রান্তিকের রিপোর্ট প্রকাশ করেছে জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স।

রিপোর্টে প্রতিষ্ঠানটি নিজেদের লক্ষ্যমাত্রা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। চলতি বছরে কোম্পানিটি ২০ কোটি গ্রাহকের মাইলফলক অর্জনের প্রত্যাশা করছে। নেটফ্লিক্স জানিয়েছে ইয়াত৫ এর আগে গত তিন মাসে ২৫ লাখ নতুন গ্রাহকের প্রত্যাশা করা হলেও ২২ লাখ গ্রাহক অর্জন করেছে স্ট্রিমিং প্লাটফর্মটি।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রকোপে মানুষের বাড়িতে অবস্থান করায় ও স্ট্রিমিং বেশি দেখার কারণে বছরের প্রথমদিকে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পায় প্রত্যাশাতীত। চতুর্থ প্রান্তিকে আরও ৬০ লাখ গ্রাহক করতে অর্জন করতে পারবে এমনটাই প্রত্যাশা করছে নেটফ্লিক্স। এর মাধ্যমে বিশ্বব্যাপী ২০ কোটি ১০ লাখ গ্রাহক অর্জিত হবে বলে তারা প্রত্যাশা করছে।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]