15104

05/01/2025 মেসির জাদুতে সেমিতে মায়ামি

মেসির জাদুতে সেমিতে মায়ামি

রাজ টাইমস ডেস্ক

১২ আগস্ট ২০২৩ ১৭:১৩

যুক্তরাষ্ট্রে গিয়ে যেন মেসি নিজেকে নতুনভাবে তৈরি করেছেন। প্রতিটি ম্যাচে দেখা যাচ্ছে তার নতুন চমক। এবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে শার্লট এফসিকে বিধ্বস্ত করে সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। ইতিহাসে প্রথম কোনো টুর্নামেন্টের প্রথম বড় সাফল্য পেয়েছে মায়ামি।

শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় ডিআরভি পিএনকে স্টেডিয়ামে শার্লট এফসির মুখোমুখি হয় মায়ামি। ম্যাচটিতে মায়ামি ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। একটি করে গোল করেছেন জোসেফ মার্টিনেজ, রবার্ট টেইলর ও লিওনেল মেসি। আরেকটি গোল হয়েছে আত্মঘাতী।

ম্যাচের ১২ মিনিটেই স্পটকিক থেকে মায়ামিকে এগিয়ে দেন ভেনিজুয়েলার স্ট্রাইকার জোসেফ মার্টিনেজ। আর বিরতির আগেই মায়ামির রাইটব্যাক আন্দ্রে ইয়েডলিনের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট টেইলর। আসরে চতুর্থ দল গোল এই ফিনিশ ফরোয়ার্ডের।

বিরতির পর শালর্ট ডিফেন্ডার মালান্ডার আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে। আর ৮৮ মিনিটে কাম্পানার পাস থেকে গোল করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। টুর্নামেন্টে ৫ ম্যাচে করেছেন ৮ গোল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]