15129

05/10/2025 শোক দিবসে নাশকতার কোনো হুমকি নেই : ডিএমপি

শোক দিবসে নাশকতার কোনো হুমকি নেই : ডিএমপি

রাজ টাইমস ডেস্ক

১৪ আগস্ট ২০২৩ ২১:৫৪

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘিরে নাশকতার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সোমবার (১৪ আগস্ট) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ডিএমপি কমিশনার বলন, আশপাশের প্রতিটি জায়গা নিরাপত্তা বলয়ের ভেতরে রাখা হয়েছে। কয়েকদিন ধরে আশপাশে যত মেস-হোটেল রয়েছে প্রতিদিন রাতে প্রতিটিতে একাধিকবার আমরা নিরাপত্তার জন্য তল্লাশি করি। এছাড়াও প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি যাওয়ার পর মূলত আমরা এখানে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেবো। এজন্য দুই ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এ দিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা আসবেন, ব্যাগ বা অন্যকিছু নিয়ে প্রবেশ করতে পারবেন না। মেটাল ডিটেকটর, আর্চওয়ে দিয়ে তল্লাশির মাধ্যমে প্রবেশ করতে পারবেন।

ডিএমপি কমিশনার আরো বলেন, এটা নির্বাচনের বছর। তাই কেউ যেন কোনো ধরনের নাশকতা করার মাধ্যমে সরকার ও পুলিশকে বিব্রত করতে না পারে, সে ব্যাপারে আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। সাইবার ওয়ার্ল্ডও আমরা নিয়মিত মনিটরিংয়ে রেখেছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]