15145

05/02/2025 নগরীতে পণ্যবাহী ট্রাক উল্টে নিহত ১

নগরীতে পণ্যবাহী ট্রাক উল্টে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট ২০২৩ ২১:০২

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় মালবাহী ট্রাক উল্টে দুরুল হুদা নামের একজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৪ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুরুল হুদা চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার জাহাঙ্গীর পাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় রফিকুল ইসলাম নামের অপরজন আহত হয়েছেন। তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা যায়, কাশিয়াডাঙ্গা এলাকায় রহমান তেল পাম্প এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাম্পের ২০০ গজ পশ্চিমে চাঁপাইনবাবগঞ্জ থেকে পেঁয়াজ বোঝাই একটি ট্রাক ঢাকা যাওয়ার পথে একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে একজন মারা যায়। আরো একজন আহত হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]