15200

05/01/2025 বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক :

২৪ আগস্ট ২০২৩ ০৩:৫০

গত ২৭ জুন আসন্ন ওয়ানডে বিশ্বকাপের সূচি ঘোষণা করেছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তখনই জানা গিয়েছিল টুর্নামেন্ট শুরু হবে আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ দিয়ে। তবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ।

অবশ্য বিশ্বকাপের মূল পর্বের আগে নিজেদের প্রস্তুত করতে দুটি আনঅফিসিয়াল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন তামিম-সাকিবরা, এটাও পুরোনো খবর। নতুন খবর হচ্ছে, এই দুটি প্রস্তুতি ম্যাচের তারিখ ও ভেন্যু আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে আইসিসি।

সেখানে ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এছাড়া ২৯ সেপ্টেম্বর বাছাইপর্ব পেরিয়ে আসা শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে তারা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে আসামের গুয়াহাটি ক্রিকেট স্টেডিয়ামে।

অবশ্য এর আগেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বরাত দিয়ে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছিল, বাংলাদেশের দুটি প্রস্তুতি ম্যাচ তারা আয়োজন করছে। পাশাপাশি ম্যাচগুলো আয়োজনের সুযোগ করে দেওয়ায় বিসিসিআইয়ের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিল তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]