1529

04/29/2025 ছিনতাইকারীর কবলে প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

ছিনতাইকারীর কবলে প্রাণ গেল রাবি শিক্ষার্থীর

রাজটাইমস ডেস্ক

২৪ অক্টোবর ২০২০ ২০:৩৪

ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। উপর্যুপরি ছুরিকাঘাতে তাকে হত্যা করে ছিনতাইকারীরা।

নিহত শিক্ষার্থী মোস্তাফিজ দর্শন বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। বাড়ি রাজশাহীর দুর্গাপুরে।

নিহতের ঘটনাস্থল থেকে উদ্ধার করা পরিচয়পত্র থেকে তার পরিচয় সনাক্ত করা হয়।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা- আরিচা মহাসড়কের সাভারে শিমুলতলায় এই ঘটনা ঘটে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, তারা নিহতে ঘটনাস্থলে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশের জরুরি সেবা ট্রিপল ৯৯৯ নাম্বারে ফোন দেন। পরবর্তীতে লাশের কিছু দূরে সবজি ভর্তি একটি বস্তা, ব্যাংকের এটিএম কার্ড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের একটি পরিচয়পত্র উদ্ধার করে পুলিশ।

ধারনা করা হচ্ছে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারিয়েছে এই যুবক। স্থানীয়দের ধারণা, দূরপাল্লার বাস থেকে নামার পর ছিনতাইকারীর কবলে পড়েন অজ্ঞাত ওই যুবক। তাদের ধস্তাধস্তির একপর্যায়ে ওই যুবককে ছুরিকাঘাতে হত্যার পর কেড়ে নেওয়া হয় তার সঙ্গে থাকা নগদ টাকাসহ মূল্যবান মালামাল। ঘটনাস্থলে থাকা সাভার মডেল থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, যুবকের পরিচয় শনাক্তের কাজ চলছে। যুবকের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ঘাতকদের সনাক্ত করে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) এ এফ এম সায়েদ। তিনি জানান, ঘাতকদের শনাক্ত করতে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]