05/01/2025 এমবাপের জোড়া গোলে দ্বিতীয় স্থানে উঠে এলো পিএসজি
রাজ টাইমস ডেস্ক :
৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৪
চুক্তি নিয়ে সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠে আবারও নিজের ফর্মে ফিরে এলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। এবারও জোড়া গোল করলেন তিনি। তার জোড়া গোলে লিওঁকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে পিএসজি। এই জয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো প্যারিসের ক্লাবটি।
ম্যাচের চতুর্থ মিনিটেই পেনাল্টির দেখা পেয়ে যায় পিএসজি। স্পট কিক নেন এমবাপে। তার জোরালো শট ঠেকানোর সুযোগই পাননি লিওঁ’র গোলরক্ষক অ্যান্থোনি লোপেজ।
ম্যাচের ২০তম মিনিটেই পিএসজিকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন মরক্কান তারকা আশরাফ হাকিমি। ৩৮তম মিনিটে তৃতীয় গোল করেন মার্কো আসেনসিও। প্রথমার্ধের ইনজুরি সময়ে গিয়ে (৪৫+২) নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন এমবাপে।
দ্বিতীয়ার্ধে গিয়ে আর কোনো গোলই করতে পারেনি পিএসজি। প্রথমার্ধে করা ৪ গোলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি। দ্বিতীয়ার্ধে শুধু লিওঁ একটি গোল করে ব্যবধান কমান শুধু। পেনাল্টি থেকে লিওঁর হয়ে গোলটি করেন কোরেন্টিন তোলিসো।