1539

04/29/2025 ২৫ অক্টোবর কোহলিদের ‘গ্রিন ম্যাচ’

২৫ অক্টোবর কোহলিদের ‘গ্রিন ম্যাচ’

রাজটাইমস ডেস্ক

২৫ অক্টোবর ২০২০ ০০:৫৭

সবুজ রংয়ের জোয়ার তৈরী করে মাঠে নামবে কোহলীরা। ২৫ অক্টোবর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে নিজেদের ১১তম ম্যাচ খেলতে নামবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।  

এই ম্যাচে ব্যাঙ্গালুরু বাহিনী লাল-সোনালি জার্সির বদলে সবুজ রঙের জার্সিতে মাঠে নামবে।

এদিন কোহলিদের সাথে সবুজ রঙ্গে সাজবে মাঠের বাইরের স্টাফরাও।

টিম আরবিসি জানিয়েছে বৃক্ষরোপনে উদ্বুদ্ব করতে তাদের এই পদক্ষেপ। এভাবেই বিশ্বে সবুজায়নের বার্তা পৌঁছে দিতে চান বিরাট কোহলির দল। প্রতি আসরেই এমন পদক্ষেপ নিয়ে থাকে ব্যাঙ্গালুরু। প্রতি বছর একটি ম্যাচকে তারা ‘গ্রিন ম্যাচ’ হিসেবে আখ্যায়িত করে থাকে। 

টিমটি ইতিমধ্যে তাদের এক অফিসিয়াল টুইটে জানিয়েছে, ‘গো গ্রিন কর্মসূচির অংশ হিসেবে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে সবুজ জার্সি পরে খেলবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। পৃথিবীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সবাইকে উদ্বুদ্ব করার একটি প্রয়াস এটি।’

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]