15391

07/08/2025 রাজশাহীতে ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

রাজশাহীতে ট্রাকচাপায় বাইক আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক

৭ সেপ্টেম্বর ২০২৩ ০০:০৭

রাজশাহীর দুর্গাপুরে ট্রাক চাপায় শান্ত (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী শান্ত রাজশাহীর বাগমারা উপজেলার বাসুবোয়ালিয়া গ্রামের জেকের আলীর পুত্র। মঙ্গলবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে একটি ট্রাক ওভারটেক করার সময় ট্রাকটি মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়। রাস্তার পাশে অবৈধ ব্যাটারি চালিত অটোস্ট্যান্ড থাকার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালককে চাপা দেয়। পরে পথচারীরা মোটরসাইকেল আরোহী যুবককে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: rajtimes24@gmail.com; info@rajtimes24.com