15408

05/01/2025 ঘটনাবহুল ম্যাচে ড্র করলো বাংলাদেশ

ঘটনাবহুল ম্যাচে ড্র করলো বাংলাদেশ

রাজ টাইমস ডেস্ক :

৮ সেপ্টেম্বর ২০২৩ ০১:৩২

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ ফিফা প্রীতি ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। এই ম্যাচে তিন লাল কার্ড দেখিয়েছেন রেফারি। বসুন্ধরা আবাসিকে কিংস এরেনায় অ্যাটাকিং থার্ডে আটকে যাওয়ায় গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল।

তবে বিরতি থেকে ফিরেই বাংলাদেশের জালে বল জড়ায় আফগানরা। যদিও দ্রুতই বাংলাদেশকে সমতায় ফেরান মোরসালিন। তবে আর কোনো গোলের দেখা পায়নি দু'দল। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়ে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে অপরিকল্পিত ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৬ মিনিতে ফ্রি কিক পায় জামাল ভুঁইয়ারা। তবে সেখান থেকে সুবিধা করতে পারেনি তারা। এরপর ম্যাচের ১৯ মিনিটে ফাউলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ডাগআউটে।

মেজাজ হারানোয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আফগানিস্তানের কোচ। আব্দুল্লাহ আল মুতাইরী। অন্যদিকে একই ঘটনায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের সহকারী কোচ হাসান আল মামুন।

বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে গোলের ভালো সুযোগ পায় বাংলাদেশ। কর্নার থেকে পাওয়া বলে ডি বক্সের ভেতর থেকে জামাল শট নিয়েছিলেন। কিন্তু একেবারে গোলমুখের সামনে থেকে প্রতিহত হয় এক আফগান খেলোয়াড়ের পায়ে লেগে।

প্রথমার্ধে বাংলাদেশের সবচেয়ে ভালো সুযোগ ছিল এটিই। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল। তবে দ্রুতই সমতায় ফেরে বাংলাদেশ।

ম্যাচের ৬২ মিনিটে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান মোরসালিন। বিশ্বনাথের পাস থেকে কোন ভুল না করে বল জালে জড়ান তিনি। তার গোলের ১-১ গোলের সমতা আনে বাংলাদেশ।

এরপর আফগান শিবিরে একাধিক আক্রমণ চালায় বাংলাদেশ। তবে গোল করতে ব্যর্থ হয় তারা। আফগানিস্তানও বেশ কিছু আক্রমণ করে। তারাও ব্যর্থ হয় হয়। শেষ পর্যন্ত আর কোন গোল না হলে ১-১ ব্যবধানে ড্র করে মাঠ ছাড়ে দু'দল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]