05/01/2025 বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: সংখ্যায় এগিয়ে কোন দল?
রাজ টাইমস ডেস্ক :
৮ সেপ্টেম্বর ২০২৩ ২৩:১০
এশিয়া কাপের সুপার ফোর পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের কারণে আগামীকাল জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের। এদিকে সাকিব আল হাসানের দলের প্রতিপক্ষ কাল শ্রীলঙ্কা যাদের বিপক্ষে এবারের আসরের প্রথম ম্যাচেই হেরেছে লাল-সবুজের দল।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে গেলেও গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই লঙ্কানদের বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। সে ম্যাচে নাজমুল হোসেন শান্ত ছাড়া ব্যাট হাতে জ্বলে ওঠতে পারেনি আর কেউ। এরপর আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় পেলেও পরের ম্যাচেই আবার খেই হারায় টাইগাররা। ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও হেরে যায় সাকিবের দল।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে পরিসংখ্যানও কথা বলছে না বাংলাদেশের হয়ে। এখনো পর্যন্ত দ্বীপদেশটির বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে মোট ৫২ বার মুখোমুখি হয়েছে দুই দল। এসব ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৯টি ম্যাচে। বাকি ৪১টি ম্যাচেই জয় পেয়েছে লঙ্কানরা। ফল আসেনি বাকি ২টি ম্যাচে
আবার লঙ্কানদের বিপক্ষে সবশেষ ম্যাচেও হেরেছে টাইগাররাই। সেটাও এবারের এশিয়া কাপেই। এদিকে লঙ্কানরা কাল মাঠে নামবে ঘরের মাঠে। সে হিসাবেও পরিসংখ্যান কথা বলছে না টাইগারদের হয়ে।
দ্বীপদেশটিতে লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ খেলেছে মোট ২৩টি ম্যাচ। এসবের ম্যাচে লঙ্কানদের ১৯টি জয়ের বিপরীতে সাকিবদের জয় আছে মাত্র ২টি ম্যাচে, বাকি ২টি ম্যাচে কোনো ফল আসেনি। তাই কালকের ম্যাচে টাইগারদের জয় পেতে হলে ব্যাটে-বলে জ্বলে ওঠতেই হবে টাইগারদের।
শুধু তাই নয়, লঙ্কানদের বিপক্ষে তাদের ঘরের মাঠে টাইগারদের সবশেষ জয়টি এসেছিল ২০১৭ সালে। এরপর দীর্ঘ ছয় বছর কেটে গেলেও তাদের বিপক্ষে আসেনি জয়। তাই আগামীকালের ম্যাচে বাংলাদেশ কাল জিততে পারলে ফুরোবে ৬ বছরের এই আক্ষেপও।