15453

05/01/2025 মুশফিকের সঙ্গে সাকিবও ফিরেছেন ঢাকায়

মুশফিকের সঙ্গে সাকিবও ফিরেছেন ঢাকায়

রাজ টাইমস ডেস্ক :

১০ সেপ্টেম্বর ২০২৩ ১৯:৪৮

আগে থেকেই জানা ছিল, শ্রীলঙ্কারে বিপক্ষে ম্যাচ খেলে দেশে ফিরবেন মুশফিকুর রহিম। পারিবারিক কারণে দেশে ফিরেছেন তিনি। তবে তার সঙ্গে দেশে ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানও।

এশিয়া কাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ ১৫ সেপ্টেম্বর, ভারতের বিপক্ষে। তার আগে ১৩ সেপ্টেম্বর সাকিব-মুশফিকের দুজনেরই শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছেন মুশফিক। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে সাকিবের দেশে ফেরার কারণটা অস্পষ্ট। তার পরিবারও এখন ঢাকায়। ধারণা করা হচ্ছে, শুধুমাত্র পরিবারকে সময় দিতেই ঢাকায় এসেছেন সাকিব।

তবে একটি সূত্রে অবশ্য জানা গেছে, পূর্বপরিকল্পনা অনুযায়ী বিশেষ ব্যক্তিগত কাজে আগামীকাল কলম্বো থেকে সাকিবের যাওয়ার কথা ছিল দুবাই। পরে দল খারাপ করায় সে পরিকল্পনা বাদ দেন তিনি। চলে যান ঢাকায়।

তার আগে আজ থেকে তিন দিন অবশ্য কলম্বোতেও দলের কোনো কাজ নেই। কাজ নেই বলতে তিন দিনের ছুটিই ঘোষণা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই তিন দিন দল মাঠে কোনো অনুশীলন করবে না। তবে হোটেলে জিম-সুইমিং করবেন ক্রিকেটাররা। যাদের হালকা চোট আছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবেন তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]