15465

05/01/2025 ভারত-পাকিস্তান ম্যাচ আজ শেষ হবে তো?

ভারত-পাকিস্তান ম্যাচ আজ শেষ হবে তো?

রাজ টাইমস ডেস্ক :

১১ সেপ্টেম্বর ২০২৩ ২০:০৯

ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই ঐতিহাসিক দ্বৈরথ। ঐতিহ্য, অহংকার ও আগ্রাসনের মিশেলে এই ম্যাচকে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় লড়াইও বলা হয়ে থাকে। এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচ বৃষ্টির কারণে ভেসে যাওয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী এ দুই দেশের জমজমাট লড়াই উপভোগ করতে পারেননি ভক্ত-সমর্থকরা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে কাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় মোকবেলায় টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।

আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই উড়ন্ত সূচনা পায় ভারত। তবে দুই ওপেনার নিজেদের অর্ধশতক করার পর সাজঘরের পথ ধরেন। কিন্তু হাইভোল্টেজ এই ম্যাচের আগে থাকা বৃষ্টির শঙ্কা ২৫তম ওভারে সত্যি হয়। ফলে ম্যাচ বন্ধ ঘোষণা করে আম্পায়াররা। তবে দীর্ঘ সময় অপেক্ষা করেও আজ মাঠে গড়ায় নি ম্যাচ। যে কারণে পূর্ব ঘোষিত নিয়মানুযায়ী রিজার্ভ ডে'তে গড়ায় ম্যাচ।

এদিকে কলম্বোর আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে, আজও তুমুল বৃষ্টি হবে কলম্বোয়। সারাদিনই থাকবে আকাশ মেঘলা। এমনকি বিকাল সাড়ে ৩টায় যখন খেলা শুরু হবে, তার একটু পরই বজ্রসহ বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। থেমে থেমে এই বৃষ্টিপাত রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত।

এর অর্থ, ভারত-পাকিস্তান ম্যাচ আজ মাঠে গড়াতে পারলেও শেষ হওয়ার সম্ভাবনা কম। মাঝে ১-২ ঘণ্টা সময় পেলেও হয়তো কার্টেল ওভারে খেলা শেষ করার চেষ্টা করতে পারে ম্যাচ অফিসিয়ালসরা।

কিন্তু সেটাও কতটা সম্ভব হবে, তার কোনো নিশ্চয়তা নেই। কলম্বোয় শুধু বৃষ্টিই নয়, ভ্যাপসা গরমও থাকবে বেশ। দুপুর ২ টা থেকে ৩টার দিকে তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আদ্রতার কারণে এই তাপমাত্রা অনুভব হবে ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৯ থেকৈ ২০ কিলোমিটার। অর্থ্যাৎ, বাতাসও থাকবে কম। এর অর্থ, গরমের মাত্রা বেড়ে যাওয়া।

ওয়ানডেতে শীর্ষে দলটির সবচেয়ে বড় শক্তি পেস বোলিং। কিন্তু কলম্বোতে যেন কাল ফিকে হয়ে যায় বাবর আজমদের বোলিং অ্যাটাক। শুভমন গিল পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে কিছুটা অস্বস্তিতে সাজঘরে ফিরে গেলেও কাল নিজের জাত চিনিয়েছেন।

তবে ১৭তম ওভারে নিজের অর্ধশতক হাঁকিয়ে শাদাব খানের শিকার হন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এর পরের ওভারে আরেক ওপেনার গিলকে ফেরান শাহিন শাহ আফ্রিদি। সাজঘরে ফেরার আগে রোহিত ও গিল খেলেছেন ৫৬ ও ৫৮ রানের দুর্দান্ত ইনিংস।

দলীয় ১২৩ রানে ২ উইকেট হারালেও দলের হাল ধরেছেন লোকেশ রাহুল ও বিরাট কোহলি। তবে ইনিংসের ২৪.১ ওভারে ২ উইকেটে ভারত ১৪৭ রান স্কোর বোর্ডে যোগ করার পর বৃষ্টির বাগড়ায় খেলা বন্ধ হয়ে যায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]