05/10/2025 যুক্তরাষ্ট্র-চীনের মতো নয়, ইন্দো-প্যাসিফিকে ‘তৃতীয় উপায়’ দেখছে ফ্রান্স
রাজ টাইমস ডেস্ক :
১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:২৯
ফ্রান্স সরকারের ইন্দো-প্যাসিফিক কৌশলকে ‘সুসংহত’ করতে এবং চীনের ক্রমবর্ধমানভাবে প্রসারিত প্রভাবের মধ্যে ‘নব্য সাম্রাজ্যবাদ’র ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশে এসেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সোমবার (১১ সেপ্টেম্বর) সফররত ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ম্যাক্রোঁ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেন, গণতান্ত্রিক নীতি ও আইনের শাসনের ভিত্তিতে নতুন সাম্রাজ্যবাদের মুখোমুখি একটি অঞ্চলে আমরা ‘তৃতীয় উপায়’ প্রস্তাব করতে চাই। অংশীদারদের ধামকি দেওয়া কিংবা তাদের অস্থিতিশীল পরিকল্পনার দিকে নিয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য আমাদের নেই।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন বিস্তৃত অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। ম্যাক্রোঁ ফ্রান্সকে বিকল্প হিসাবে উপস্থাপন করেছে।
প্রতিবেশী দেশ ভারতে জি২০ নেতাদের শীর্ষ সম্মেলন শেষে গতকাল রোববার ঢাকায় পৌঁছানোর পর ম্যাক্রোঁ বলেন, বাংলাদেশ ক্রমান্বয়ে বিশ্বমঞ্চে তার স্থান পুনরুদ্ধার করছে।
দ্রুত বর্ধনশীল অর্থনীতি এবং ১৭ কোটিরও বেশি জনসংখ্যার বিশ্বের অষ্টম জনবহুল দক্ষিণ এশিয়ার দেশটির ‘অসাধারণ সাফল্যের’ প্রশংসা করেন তিনি।
প্যারিসে ফেরার আগে সোমবার শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পাশাপাশি তার বাবা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন ম্যাক্রোঁ।
গত রাতে ম্যাক্রোঁকে স্বাগত জানাতে আয়োজিত এক নৈশভোজে শেখ হাসিনা বলেন, কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য ম্যাক্রোঁর প্রচেষ্টা আমাদের নিজস্ব পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
বেশ কয়েকটি পশ্চিমা সরকার আগামী সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্যালেস অফিস থেকে জানানো হয়েছে, দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সম্মুখীন একটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক গভীর করার একটি সুযোগ হবে ঢাকা সফর। ফ্রান্স তাদের অংশীদারিত্বকে বৈচিত্র্যময় করতে চায়।
এর আগে রোববার নয়াদিল্লিতে জি২০ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন ম্যাক্রোঁ।
তথ্যসূত্র: এএফপি, ইয়াহু নিউজ