15482

05/04/2025 ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

রাজ টাইমস

১২ সেপ্টেম্বর ২০২৩ ১৫:১৮

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে মোটরসাইকেলে করে তুলে নিয়ে আবদুল লতিফ মিন্টু (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছাত্রলীগ নেতা হাসিবুল বাশার হত্যা মামলার আসামি ছিলেন আবদুল লতিফ মিন্টু।

সোমবার (১১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। মিন্টু গোপালপুর ইউনিয়নের মহাবুল্লাপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি মাটি কাটার ঠিকাদারি করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে গোপালপুর ইউনিয়নের কবির বাজার এলাকায় মিন্টুর গতিরোধ করে মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত। তারা মিন্টুকে এলোপাতাড়ি পিটিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। সন্ধ্যা ৭টার দিকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় মহাবুল্লাপুর গ্রামের সড়কের পাশে ফেলে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করার নির্দেশ দেন চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে রাত ১০টার দিকে মারা যান। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা স্থানীয়দের।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, মিন্টুর ওপর হামলার ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে সন্ধ্যায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

ওসি আরও বলেন, ২০২২ সালের ৭ জুলাই গোপালপুর ইউনিয়নে উপজেলা ছাত্রলীগের সদস্য হাসিবুল বাশারকে (২৫) কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার ৫ নম্বর আসামি ছিলেন মিন্টু। এছাড়া তার বিরুদ্ধে থানায় বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]