15584

05/01/2025 এশিয়া কাপ ফাইনাল আজ, তীব্র লড়াইয়ের পূর্বাভাস

এশিয়া কাপ ফাইনাল আজ, তীব্র লড়াইয়ের পূর্বাভাস

রাজ টাইমস ডেস্ক :

১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:১৩

শ্রেষ্ঠত্বের সিংহাসন পুনরুদ্ধার করতে পারবেন তো রোহিত শর্মা? নাকি দাসুন শানাকার ঠোঁট ফের চুমু আঁকবে শিরোপায়? এমন সমীকরণ সামনে নিয়ে এশিয়া কাপ ফাইনালে আজ রোববার মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন হতে মরিয়া ভারত, বিপরীতে লঙ্কানরা চায় শিরোপা রেখে দিতে নিজেদের আঙ্গিনায়।

প্রায় ১৮ দিনব্যাপী চলতে থাকা এশিয়া কাপ উন্মাদনা শেষ হচ্ছে আজ। শিরোপা নির্ধারণী ম্যাচ দিয়ে ১৭ সেপ্টেম্বর রোববার পর্দা নামছে এবারের আসরের। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মধ্য রাতে শেষ হবে শিরোপা লড়াই। সব সমীকরণ মিলে যাবে রাতের মধ্য প্রহরে, এখন শুধুই থাকা অপেক্ষায়।

দুই দলের শক্তিমত্তার দিকে তাকালে আছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা লড়াইয়ের পূর্ভাবাস। ভারত ও শ্রীলঙ্কা উভয় দলই বেশ দাপট ধরে রেখেছে আসরে। যেখানে ৫ ম্যাচের ৪টি জিতে উভয় দল উঠে এসেছে ফাইনালে। যা ভারতের ১০ম ও শ্রীলঙ্কার ১২তম এশিয়া কাপ ফাইনাল।

উভয় দল এর আগে শিরোপা জিতেছে একাধিবার। আসরের ইতিহাসে সর্বোচ্চ সাত শিরোপা ভারতের দখলে। শ্রীলঙ্কা আছে এর পরেই, তারা শিরোপা জিতেছে ছয়বার৷ লঙ্কানদের সামনে সুযোগ আছে আজ জিতে ভারতকে ছুঁয়ে ফেলতে, তাদের রাজত্বে ভাগ নিতে।

ব্যক্তিগত শক্তিমত্তার বিচারে বেশ এগিয়ে ভারত। সেরা ব্যাটসম্যানদের তালিকায় রাজত্ব করছেন শুভমান গিল। সর্বোচ্চ ২৭৫ রান তার। তবে এই তালিকায় সেরা পাঁচের মাঝে তিনি ছাড়া ভারতে নেই আর কেউই। ১৯৪ রান নিয়ে ছয়ে আছে রোহিত শর্মা।

বিপরীতে শ্রীলঙ্কার সেরা পাঁচে আছে ২ জন। যেখানে ২৫৩ রান নিয়ে দুইয়ে আছেন কুশল মেন্ডিস ও ২১৫ রান নিয়ে তিনে সাদিরা সামারাবিক্রমা। তাছাড়া ১৭৯ রান আছে চারিথ আসালাঙ্কার।

বোলিংয়েও আধিপত্য শ্রীলঙ্কার। শীর্ষস্থান তো বটেই, সেরা দুইয়ের দুজনই তাদের। ফলে সর্বোচ্চ উইকেট শিকারী হবার লড়াইটাও তাই চলছে তাদের নিজেদের মাঝেই। যেখানে ১১ উইকেট নিয়ে সবার উপরে মাথিশা পাথিরানা৷ একটা কম ১০টি উইকেট নিয়ে দুইয়ে দুনিথ ভিল্লালেগ। সেরা পাঁচে আছে ভারতেরও একজন। ৯ উইকেট নিয়ে চারে কুলদীপ যাদব।

এবারের আসরের ফাইনালিস্ট দুই দল মুখোমুখি হয়েছিল এর আগেও। আসরের সুপার ফোর পর্বেও একে অপরের প্রতিদ্বন্দ্বীতা করে তারা। যেখানে ভারতকে মাত্র ২১৩ আটকে দিয়েও জিততে পারেনি শ্রীলঙ্কা, নিজেরা অল আউট হয় ১৭২ রানে। হেরে যায় ৪১ রানের ব্যবধানে৷

এদিকে ফাইনালের আগে চোটে জর্জরিত উভয় দল। ভারত-শ্রীলঙ্কা দুই দলই হারিয়েছে নিজেদের গুরুত্বপূর্ণ দুই বোলারকে। ভারতের অক্ষর প্যাটেল ও শ্রীলঙ্কার মাহিশা থিকসানা থাকছেন না ফাইনালে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]