15603

12/20/2025 ম্যাচ সেরার অর্থ মাঠকর্মীদের দিয়ে দিলেন সিরাজ

ম্যাচ সেরার অর্থ মাঠকর্মীদের দিয়ে দিলেন সিরাজ

রাজ টাইমস

১৮ সেপ্টেম্বর ২০২৩ ০২:৩১

এশিয়া কাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করেছেন ভারতের ডানহাতি পেসার মোহাম্মদ সিরাজ। ৭ ওভার বোলিং করে মাত্র ২১ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন। তার তোপে পড়ে ৫০ রানে অলআউট হয়ে ১০ উইকেটে হেরেছে লঙ্কানরা।

ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং করায় সিরাজ ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন। ওই পুরস্কারের অর্থ তিনি শ্রীলঙ্কায় বৃষ্টি বিঘ্নিত আসর সম্পন্ন করতে যে মাঠকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের উপহার হিসেবে দিয়ে দিয়েছেন।

ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘এটি আমার ওয়ানডের সেরা স্পেল। আমার ম্যাচ সেরার অর্থ পুরস্কার মাঠকর্মীদের উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারা না থাকলে এই টুর্নামেন্ট আয়োজন সম্ভব হতো না।’

ম্যাচ সেরার পুরস্কার হিসেবে মোহাম্মদ সিরাজ পাঁচ হাজার ডলার পেয়েছেন। বাংলাদেশের হিসেবে যা প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা। ওই অর্থ পাবেন কলম্বোর নিয়মিত বৃষ্টি বাগড়া দেওয়া ম্যাচে কভার নিয়ে ছোঁটা কিংবা বৃষ্টি থেকেই মাঠ শুকানোর কাজ করা কর্মীরা।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]