15657

07/05/2025 প্রিগোজিন নিহতের পেছনে পুতিনের হাত রয়েছে: জেলেনস্কি

প্রিগোজিন নিহতের পেছনে পুতিনের হাত রয়েছে: জেলেনস্কি

রাজ টাইমস

২০ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪৯

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, গত মাসে ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিমান দুর্ঘটনায় নিহতের পেছনে পুতিনের হাত রয়েছে।

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণে এসব কথা বলেন তিনি। এ সময় জেলেনস্কি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে আরও সহায়তা চেয়েছেন।

জেলেনস্কি বলেন, রাশিয়ার হামলার বিরুদ্ধে বিশ্বকে এক হতে হবে। কারণ এই আগ্রাসন বৈশ্বিক অর্ডারের ওপর হুমকি। রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা চালানোরও অভিযোগ করেছেন তিনি।

প্রসঙ্গত, গত ২৩ আগস্ট প্লেন দুর্ঘটনায় প্রাণ হারান ওয়াগনার বাহিনীর প্রধান প্রিগোজিন। সেসময়ই অভিযোগ উঠেছিল, পুতিনের নির্দেশে প্রিগোজিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে ক্রেমলিন এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]