05/01/2025 ইয়াং-নিকোলসের রেকর্ড জুটি ভাঙলেন মুস্তাফিজ
রাজ টাইমস
২১ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৪৪
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আজ মিরপুরে মাঠে নেমেছে দুই দল। টসে জিতে কিউইদের বিপক্ষে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক লিটন দাস। এরপর চার ওভার খেলা হতেই বাগড়া দেয় বৃষ্টি। তবে ঘন্টা দেড়েক বন্ধ থাকার পর আবার শুরু হয় খেলা। আর এবার মাঠে নেমেই দুই ওভারে দুই উইকেট তুলেন নেন মুস্তাফিজুর রহমান। তবে দ্রুত দুই ব্যাটারকে হারালেও উইল ইয়াং এবং হেনরি নিকোলস জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। দুজনে মিলে রেকর্ড জুটি গড়লে ম্যাচে ফিরে ব্ল্যাক ক্যাপসরা। তবে শেষ পর্যন্ত আবারো ব্রেক থ্রু এনে দিয়েছেন মুস্তাফিজই।
টসে হেরে আজ ব্যাট হাতে নিউজিল্যান্ডের ইনিংসের সূচনা করেন ফিন এলেন এবং উইল ইয়ং। মুস্তাফিজ এবং তানজিম হাসান সাকিবের বোলিংয়ের সামনে আজ শুরু থেকেই হাত খুলে খেলতে বাধার মুখে পড়েন দুই কিউই ওপেনার। এদিকে চার ওভার খেলা হতেই ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। পরে প্রায় ঘন্টা দুয়েক বন্ধ ছিল খেলা।
বৃষ্টি থামলে বিকাল সাড়ে চারটায় ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয় ৪২ ওভারে। আর ফের খেলা শুরু হতেই আক্রমণে আসেন মুস্তাফিজ। ষষ্ঠ ওভারে তার করা বল এলেনের ব্যাটের কোনায় লেগে চলে যায় উইকেটের পিছনে। আর ঝাপিয়ে পড়ে দুর্দান্ত এক ক্যাচ ধরেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। ফলে ২০ বলে ৯ রান করেই সাজঘরে ফিরতে হয় এই কিউই ওপেনারকে।
এলেন সাজঘরে ফেরার পর মাঠে নামেন চ্যাড বোওস। তবে আরেক ওপেনার ইয়ংয়ের সঙ্গে জুটি গড়তে পারেননি তিনি। অষ্টম ওভারের মুস্তাফিজেরই দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকেও। ৩ বলে ১ রান করে তিনিও ফিরেছেন সোহানের গ্লাভসবন্দী হয়েই।
এদিকে দ্রুত দুই উইকেট হারানোর পর ক্রিজে থাকা ওপেনার ইয়াং এর সঙ্গী হন নিকোলস। দুজনে মিলে দেখে শুনেই খেলতে শুরু করেন। টাইগার বোলারদের সামলে রান বের করে নিতে থাকেন তারা। দুজন মিলে জুটি গড়ে স্কোরবোর্ডে যোগ করেন ৯৭ রান। বাংলাদেশের মাটিতে টাইগারদের বিপক্ষে যেকোনো উইকেট জুটিতে এটিই সর্বোচ্চ রান। এ দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়েই আজ ম্যাচের নিয়ন্ত্রণে ফিরে আসছিল নিউজিল্যান্ড।
তবে শেষ পর্যন্ত বাংলাদেশকে আবার ব্রেক থ্রু এনে দিয়েছেন আগের দুই উইকেট শিকার করা মুস্তাফিজই। ২৮তম ওভারে ফিজের করা বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে আউট হন নিকোলস। সাজঘরে ফেরার আগে ৩ চারে ৪৪ রান করেছেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২৮ ওভারে ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান।