1575

04/29/2024 ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করল পাকিস্তান

ফ্রান্সের রাষ্ট্রদূতকে তলব করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

২৭ অক্টোবর ২০২০ ০০:৩৩

ফ্রান্স প্রেসিডেন্ট কর্তৃক ইসলাম ধর্মকে অবমাননা করায় ফরাসি রাষ্ট্রদূতকে তলব করেছে পাকিস্তান।

সোমবার (২৬ অক্টোবর) রাষ্ট্রদূতকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতি দেয়া হয়।

ইসলাম ধর্মকে কটাক্ষ করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় এই পদক্ষেপ নেয় পাকিস্তান।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাণ্ডজ্ঞানহীন মন্তব্যে বিশ্বে বিভিন্ন দেশের মতো পাকিস্তানেও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, আগামী বছরের ১৫ মার্চে অনুষ্ঠিতব্য ওআইসির বার্ষিক সভায় ইসলাম ফোবিয়া নিয়ে আলোচনা করার প্রস্তাব করেছে পাকিস্তান।

জাতিসংঘকে এ ধরনের ঘৃণাবিদ্বেষ ছড়ানোর বিষয়ে পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয় বিশ্বের কোটি কোটি মুসলিমের ধর্মীয় বিশ্বাসে আঘাত হানার অধিকার কারও নেই।

প্রসঙ্গত, অক্টোবরের শুরুর দিকে মহানবীকে (সা.) নিয়ে ব্যঙ্গচিত্র ছাপানোকে ব্যক্তিস্বাধীনতা উল্লেখ করে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ করা ফ্রান্সের মুসলমানদের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বিচ্ছিন্নতাবাদী দাবি করে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুমকি দেন।   

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]