15769

05/03/2025 বিশ্ব ফার্সামিস্ট দিবস উপলক্ষে ইবিতে বর্ণাঢ্য র‍্যালি

বিশ্ব ফার্সামিস্ট দিবস উপলক্ষে ইবিতে বর্ণাঢ্য র‍্যালি

ইবি প্রতিনিধি:

২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৩৩

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার বেলা ১১টায় ‘বাংলাদেশ ফার্মেসি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন’ ইবি শাখার আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এতে অংশ নেয়। র‍্যালিটি পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া ভবনের সামনে থেকে আরম্ভ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

কর্মসূচির শুরুতে পায়রা উড়িয়ে উদ্বোধন করেন জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম ও বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার।

পরে স্বাস্থ্য সেবায় ফার্মাসিস্টদের অবদান সম্বলিত রং বেরঙের বিভিন্ন প্ল্যাকার্ড হাতে বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী র‍্যালিতে অংশ নেয়। র‍্যালি শেষে ভবনের সামনে প্রায় দশটি ঔষধি বৃক্ষের চারা রোপন করেন তারা।

বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ্য প্রসূন সরকার বলেন, আগে মনে করা হতো ফার্মাসিস্টরা শুধু ঔষুধ তৈরী করে। তবে বর্তমানে তাদেরকে হেলথ সিস্টেমের ভেইনগার্ড মনে করা হয়। ফার্মাসিস্টরা বর্তমানে সরাসরি রোগীদের সাথে জড়িত। ঔষধের সংরক্ষণ, রোগীদের কাউন্সিলিংয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে ফার্মাসিস্টরা অবদান রাখছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]